রাজনীতিবিদ মত্ত এখন নষ্ট কাজের মাঝে,
জনতাকে দূরে রেখে মগ্ন নিজের কাজে।
        আপন স্বার্থ-মোহের তরে
        ব্যস্ত তারা সবস্তরে
ভাবে না তো দেশের কথা, তাই মরি আজ লাজে।


অর্থ ও পদ মোক্ষ তাদের, পরম ভালোবাসা,
মন যে তাদের গৃধ্র-স্বরূপ লোভ লালসায় ঠাসা।
        নষ্ট তারা, সাধু বেশে
        ঘুরে বেড়ায় দেশ-বিদেশে
ভাবে না তো দেশের কথা এমন সর্বনাশা!


ছাত্ররা আজ ব্যবসা করে নেইকো শরম লাজ,
কমিশন আর চাঁদা আদায় তাদের মুখ্য কাজ।
        ক্রমে ক্রমে অন্ধকারে
        নিচ্ছে টেনে সমাজটারে
আলোর শিখা কে জ্বালাবে? ভাবছি বসে আজ।


সোনার দেশে সোনার মানুষ কোথায় খুঁজে পাই?
খাচ্ছে যারা লুটেপুটে কমছে না খাই খাই।
        ভবিষ্যতের প্রয়োজনে
        আলোক-নবীন স্বচ্ছ মনে
দেশের ভালো চাইবে এমন রাজনীতিবিদ চাই।


২০/০৯/২০১৯
মিরপুর, ঢাকা।