গাছ-গাছালীর সবুজ পাহাড় ঝর্ণা এবং বন,
যাও দেখে যাও চোখ জুড়াবে শান্ত হবে মন।
কর্ণফূলীর নদীর তীরে কংলাক পাহাড়,
কাপ্তাই হ্রদ, মুপ্পোছড়া নাই তুলনা যার।
খেয়াং খুমি বম চাকমা ত্রিপুরা সাঁওতাল,
মারমা লুসাই তঞ্চঙ্গা বসত চিরকাল।
সাজেক ভেলির মধুরীমা মন উচাটন করে,
লক্ষ বিহগ গান গেয়ে যায় হাজার রকম স্বরে।
বীরশ্রেষ্ঠ শহীদ রউফের সে-ই নানিয়ারচর,
দেখলে তোমার পড়বে মনে একাত্তর অমর।
দিগন্তময় বন-বনানী পাহাড় সারি সারি,
রাঙ্গামাটির মেঘ-পাহাড়ে হয় মিতালী ভারী।


১৫/১০/২০১৯
মিরপুর, ঢাকা।