ওরা সবে বলে, আমি নাকি ঐ রবির যুগের কবি!
ছন্দ কথায় সব কবিতায় এঁকে যাই ছায়াছবি।
মান্ধ্যাতাকালে চলতো, এখন চলে না যে কবিতায়;
ছন্দকে নিয়ে কবিরা এখন ভাবে না কখনো, হায়!
শব্দের পরে শব্দ জুড়িয়ে কবিতা হয় যে আজ,
অলঙ্কারের ঝংকারহীন, নেই কোন কারুকাজ।
কবিতা লিখতে ভাবনা লাগে না, লাগে না ছন্দ কিছু,
শুধুই মাত্র সময় নষ্ট! কষ্ট ভীষণ, মিছু।
কাঁঠালকে বলে, বড় এক লিচু, হামবড়া ভাব নিয়ে,
রাশি রাশি বই প্রকাশ করছে গাঁটের পয়সা দিয়ে।
যত ছাপা বেশি ততো হয় খুশি কবির তকমা পায়,
নামের মাথায় 'কবি' শব্দটি নিজ থেকে লিখে যায়।
'গদ্য কবিতা ছন্দবিহীন', মগজে গেঁথেছে তারা,
তাই, আজ চলে গদ্যের সুর; অনুপ্রাস, যতি ছাড়া।
কেউ কেউ ভাবে, অন্তানুপ্রাস-মিলগুলোকেই ছন্দ!
পর্ব-মাত্রা, ছন্দ কথায় বাড়ায় তুমুল দ্বন্দ্ব।
বলে কেউ কেউ সোজা-সাপটায়, ছন্দ জানি না, ভাই,
যা' আসে মনের ভাবনার ঘরে, সে-ই কথা লিখে যাই।
আধুনিক মানে এলোমেলো নয়, ইচ্ছেমতোন চলা,
আধুনিক হলো, নিয়মের মাঝে নিয়ম ভেঙ্গে বলা।
হায়রে, কবির দল!
কবিতা এখন জোয়ারের পানি ছুটছে অনর্গল।


১৫/০৩/২০২২
মিরপুর, ঢাকা।