লাল শিরাজী পান করেছি প্রিয়ার ঠোঁটের রক্ত লাল,
খেয়ে দেখি, তা ছিলো যে ধানিলঙ্কার মরণ ঝাল।
বলতে নারি কারোর কাছে মুখ পুড়ে যায় অগ্নিতে;
কাণ্ডহীনের ভাণ্ড ধরে এখন শুধুই দিচ্ছি ফাল।


চোখ ছিলো তার পদ্মপুকুর শান্ত শীতল অন্ধকার,
আলো থেকো থাকতো দূরে রাখতো সদা বন্ধ দ্বার।
ঝড়ের তোড়ে ডাকলে তারে চাইতো না সে চোখ খুলে;
দুঃখবোধের বেদনাতে উঠতো বুকে হাহাকার।


শোনরে মানব! হইস না দানব; জীবন কচুপাতার জল!
একটুখানি বায়ুর তোড়ে ছিটকে যাবে ধরার তল।
অর্থকড়ি, ধন-সম্পদ সকল হবে মূল্যহীন;
কোন কাজেই আসবে না তোর লোভ-লালসার মিথ্যে ছল।


১৪/০২/২০২২
মিরপুর, ঢাকা।