মাটিতে যখন জল পড়ে যায় কাদামাটি পাবে তুমি,
রক্ত ঝরলে সে-ই মাটি হয় পূণ্য জন্মভূমি।
জন্মভূমির মমতায় যারা করেন রক্তদান,
তাঁরা মহাবীর জগতের মাঝে বেঁচে থাকে অম্লান।
পূজনীয় তাঁরা, স্মরণীয় তাঁরা, বরণীয় তাঁরা ভবে,
আজন্মকাল প্রেমে-শ্রদ্ধায় মানুষের মনে রবে।
বাংলা ভাষার প্রয়োজনে যারা দিয়েছে রক্তধারা,
মুক্তির পথে প্রথম সোপান বাঙালির মনে তারা।
একাত্তরের মুক্তিযোদ্ধা মহাবীর এই দেশে,
তাদেরকে আজ সালাম জানাই পরম ভক্তিরসে।
পরার্থে প্রাণ করে গেছে দান তাঁরা যে শহীদ-প্রাণ,
মানুষের মনে রবে শ্রদ্ধায়, অমূল্য সম্মান।
তাঁদের রক্তে সজীব হয়েছে আমার বাংলাদেশ,
লাল-সবুজের পতাকা উড়ছে দূর করে সব ক্লেশ।
সে সব বীরেরা বেঁচে আছে আজো আমাদের চেতনায়,
পূত শহীদেরা কখনো মরে না, বলেছেন আল্লায়।


১৮/০২/২০২১
মিরপুর, ঢাকা।