বারান্দাতে একলা বসে দেখছি আকাশ
ধূসরবেলার জীবন যেন মেঘে ঢাকা
সন্ধ্যাকালের ফিকে আলোর শেষ রৌশনী
ম্লান হাসিতে ঝিলিক দিয়ে হারিয়ে যায়


কোথায় যেন টুনটুনিরা গাচ্ছে যে গান
টোনা এবং টুনি পাখির পিঠা খাওয়া
বাঘ হরিণ আর শেয়াল হাতি বোকা বনে
চতুর টোনা-টুনি থাকে গাছের ডালে


ঝনঝনিয়ে বেজে উঠে মার্বেলগুলো
হাওয়ায় ভাসে মাঞ্জা দেয়া সুঁতোর ঘুড়ি
দাঁড়িয়াবান্দা, গোল্লাছুট আর সাঁতার কাটা
কিশোরবেলার আনন্দময় হারানো দিন


কাজল কালো বাঁকা নয়ন বেলোয়ারী
চপল চরণ ত্রস্ত বচন স্নিগ্ধ হাসি
দুঃসাহসী স্বপ্ন সমান বিশাল আকাশ
ভীরু হাতে স্পর্শ করা প্রিয়তিকে


যা চেয়েছি পাইনি যে তাই কষ্ট বাড়ে
চিরন্তন সেই নিয়ম মেনে আজো আছি
এক মুঠো ভাত প্রাণান্তরে ছুটে চলা
রেসের ঘোড়া যুদ্ধ জয়ের নিষ্ফলতা


জলে ঝড়ে জীবন কাটে বিকেল নামে
শূন্যতা সব ঘিরে ধরে বিষণ্ণতায়
অধরা সুখ যায় হারিয়ে গহীন বনে
সন্ধ্যার আলো মিলে যাবে অন্ধকারে...


২১/০১/২০১৮
মিরপুর, ঢাকা।