বুকের ভেতরে জ্বলে উঠা একটি প্রদীপ
নিভু নিভু জ্বলে ঘূর্ণাবর্ত বাতাসের মাঝে; তাই, কম্পমান!
অথচ আশ্চর্য লাগে, আলোখানি নিভে যায় না কখনো
প্রয়োজনে, সুযোগে ও সময়ে জ্বলে উঠে অবিরাম
যার নাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


ঘন অন্ধকারের পথখানি ধরে হেঁটে যাই
ভুসোর মতোন কালো মুঠো মুঠো অন্ধকার
প্রতিহিংসা মাখানো কুয়াশা ঝরে
তেড়ে আসে দুর্বৃত্তায়নের তুমুল বৃষ্টিঝড়
যখন, ভীতসন্ত্রস্ত হয়ে যায় সঙ্কটের জনপদ
তখন, প্রদীপখানি জ্বলে উঠে আপন শিখায়
পথ দেখিয়ে যায়
গভীর অরণ‌্যের ভেতর দিয়ে নিয়ে যায়
অনন্ত মুক্তির দেশে
ভালোবেসে
আছে তার অজস্র প্রমাণ
তার নাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


শ্যামল গাঁয়ের আঁকাবাঁকা পথে
হলুদ শর্ষের ক্ষেতে
দুরন্ত-উদ্দাম কিশোরের একান্ত নদীর জলে
ফসলের মাঠে
কৃষাণীর নিকানো উঠোনে
নিটোল জলের পুকুরের পাড়ে
আম-কাঁঠালের সুনিবিড় ছায়ার ভেতরে
পাখিদের কাকলিতে
কার্তিকের ভোরের শরীরে
কেরানির উজ্জ্বল চোখে
শ্রমিকের ঘামে
কবির অনন্য কবিতায়
যুবকের বিদগ্ধ শাণিত চেতনায়    
জেগে উঠে যে-ই নাম
সে-ই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


২০/১০/২০১৯
মিরপুর, ঢাকা।