ওহে, বাঙালি জাতির বীর সন্তানেরা!
একজন অমিত বীরের গল্প এখন শোনাবো।
এই গল্পখানি কোনো কল্পকাহিনী নয়;
এ গল্প ইতিহাসের নির্মম সত্যের পরিচয়।
শত বছরের পুরোনোদিনের কথা,
কৃষকেরা যখন গরুর কাঁধে বাঁশের জোয়াল রেখে
কাঠের লাঙ্গলে জমি চাষ করতেন;
মানুষেরা জলবতীর জলে তৃষ্ণা মেটাতো,
কিশোর-কিশোরী চাঁদনী রাতের কালে
দল বেঁধে গোল্লাছুট, বউছি কতো কি খেলে যেতো!
সেই সুখময় কালে এ দেশের বুকে
অত্যাচারীরূপে ক্রিয়াশীল ছিলো পাকিস্তানিরা।
সেসব দজ্জালের শোষন আর অত্যাচার থেকে
আমাদের পূর্বপুরুষদেরকে বাঁচার বিশ্বাস নিয়ে
একজন বীর আবির্ভূত হয়েছিলেন এ বাংলাদেশে।
তিনি দৃঢ়চেতা, অকুতোভয় ছিলেন;
মানবিক গুণে গুণান্বিত তেজস্বী পুরুষ;
নির্যাতিত, অবহেলিত, শোষিত মানুষের
অধিকার আদায়ে সোচ্চার ছিলেন সে বীর;
আর ছিলেন বাঙালি জাতির উজ্জ্বল আলোকবর্তিকা।
অন্ধকার দূরীভূত করে আলোর মশাল
জ্বালানোর প্রবল প্রত্যয়ী ছিলেন সে-ই বীর।
জীবনের সমস্ত ভাবনা, কর্মে, চিন্তা চেতনায়,
মানুষের মঙ্গলের জন্য অবিরাম সাহসী-সংগ্রাম করেছেন।
মানুষের কল্যাণের জন্য
জীবনের শেষ রক্তবিন্দু বাজি ধরেছেন।


এ সবুজ শ্যামল বাংলাদেশের
এক অজপাড়াগাঁয় জন্ম হয়েছিলো তাঁর;
গ্রামের গহীন অন্ধকারে জন্ম নেয়া সেই শিশুটি
মানবিক চেতনায় প্রদীপ্ত শিখার মতো জ্বলে উঠেছিলো।
বাঙালির স্বাধীকার আন্দোলনের বাসনা নিয়ে
যে সংগ্রাম শুরু করেছিলেন;
সময়ের ঘাত-প্রতিঘাতে
আর মানুষের প্রয়োজনে স্বাধীনতার অর্জনে
নিরঙ্কুশ ভূমিকা রেখেছিলেন।
যার জন্ম না হলে বাঙালির স্বাধীনতার সূর্য
একাত্তরে কখনোই উদিত হতো না।
সেই অবিসংবাদিত বীরের নাম তোমাদেরকে বলছি আজ-
শেখ মুজিবুর রহমান।
যাকে সম্মানের সাথে সাদরে বরণ করে
প্রাণের উচ্ছ্বাসে তোমাদের পূর্বপুরুষেরা ডাকতো- বঙ্গবন্ধু।


হে আমার বাঙালি জাতির বীর সন্তানেরা!
তোমাদের অস্তিত্বের সঙ্কটের কালে,
বজ্রকণ্ঠে দৃপ্ততায় উচ্চারণ করার একটি পবিত্র নাম;
যিনি তোমাদের পূর্বপুরুষের শক্তির প্রেরণা ছিলেন,
জীবন মরণ অস্তিত্বের চালিকাশক্তি ছিলেন;
তোমরা সেই বীরের বলিষ্ঠ উত্তরসূরী।
মানুষের কল্যাণের জন্য, মানুষের প্রয়োজনে,
যে বীর জীবনকে তুচ্ছজ্ঞানে
শোষক-শত্রুর অপরিসীম যাতনা, অত্যাচার সহ্য করেছেন;
মৃত্যুর পরোয়ানাকে তোয়াক্কা করেননি।
তোমাদের অস্তিত্বের প্রশ্নে,
তোমাদের জাতিগত নিগূঢ় ভালোবাসার প্রশ্নে,
তোমাদের স্বপ্নের সুন্দর বাস্তবায়নের প্রশ্নে;
যার নাম ও সম্মান ভালোবাসায় উচ্চারিত হবে
প্রজন্ম থেকে প্রজন্মান্তরে;
তিনি এই বাঙালির অবিসংবাদিত নেতা এবং অমিত বীর;
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি যিনি,
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


২৬/০৩/২০২২
মিরপুর, ঢাকা।