হঠাৎই এলে জীবনে আমার তোমার দুখানি হাত মেলে,
গভীর আদরে আড়ালে জড়ালে সব কিছু তুমি দূরে ফেলে।
অপলকে শুধু চাহিয়া ছিলাম তোমার নীলাভ আঁখি পানে,
পাগলের মতো জড়িয়ে ছিলাম সম্মোহনী সুরের গানে।
অতঃপর, গেলো একে একে সব ওই দূর আকাশের গায়,
এখন আকাশে মিটিমিটি জ্বলে তারায় তারায় বেদনায়।
চারিদিকে আলো করে ঝলমল বিন্দুর মতো কালো কালি,
ক্রমশ তাহারা গ্রাস করে নেয় এই জীবনের দীপাবলী।
কালোর মহিমা জড়ালো আমায় চারিদিকে ঘন আন্ধার,
স্মৃতিরা এখনো সুরভী ছড়ায় শুভ্র রজনীগন্ধার।


০৭/০১/২০২০
মিরপুর,ঢাকা।