মানুষের মন যদি ঢেউ হয়ে যায়,
সরল জলের মতো শুধু উছলায়।
মনে যারে ভালো লাগে সেইতো সুনন্দ
তার সাথে হয় না যে কলহ ও দ্বন্দ্ব।
প্রকৃতির ভালোবাসা অবিরাম ঝরে,
ফুল হয়ে, ফল হয়ে ফোটে সে অন্তরে।
সত্য ও মিথ্যাতে যদি মনে আসে সন্দ,
চোখ-কান থাকলেও বধির ও অন্ধ।
সহজ লোকের মতো যেবা পথ চলে,
তার ঘর ভরে ওঠে ফুলে ও ফসলে।
ভালোবাসা ঝরে যায় প্রাণের আহ্লাদে,
সুখের আবেশ নামে শরীরের স্বাদে।
অবহেলা, উপেক্ষায় কাটে যদি কাল,
দুঃখের জলাঙ্গী বহে সকাল-বিকাল।


১৭/০৫/২০২১
মিরপুর, ঢাকা।