কবিতা এখন সহজলভ্য ফেসবুকের এ যুগে,
কবিরা নাচেন তাধিন তাধিন সময়েরই হুজুগে।
তকমা এবং পদক পাওয়া নয় তো কষ্টকর,
চপল কথার শব্দ সাজিয়ে হয়ে যান কবিবর।
কড়ির সঙ্গে পরীর যেমন সূক্ষ্ম মিলন ঘটে,
কাব্যসভার সংগঠনের কবিরা তেমন বটে!
প্রিয়ার চুলের রঙিন বাহারে বিমুগ্ধ হয় সবে,
রোদপোড়া চুলে হয় যে ব্যাকুল বাসন্তি উৎসবে।
রংচটা ঐ কটা চোখ জ্বলে, সোহাগী প্রেমতো নাই,
স্বার্থের টানে পরাভূত হয় সরল জীবনটাই।
সব কিছু আজ সহজাতভাবে চলছে জটিল পথে,
উত্তরে কিবা দক্ষিণে যায় যে জন যাহার মতে।
জীবন এখন চপল চেতন শুদ্ধাচারবিহীন,
চায় না যে কেহ শোধ করিবার এই জীবনের ঋণ
মানুষ জীবন অতুল পাওয়া মর্ত্যলোকের 'পরে,
ভাবেও না কেউ নিরিবিলি বসে একান্ত অন্তরে।


০২/০৫/২০১৯
মিরপুর, ঢাকা।