'যে পাহাড় কখনো যাবে না সরানো;
তা নিয়ে কখনো করো না শক্তির অপচয়!
যে আগুন কখনো যাবে না নিভানো;
তা নিয়ে বাড়াবাড়ি সুফলকরও নয়।
যে অন্যায় জ্বাজ্বল্যমান, প্রতিকারহীন,
সাহসীরা প্রতিদিন হয় পরাভূত;
তা নিয়ে কেন তুমি মিছেমিছি উদ্যত?
হয় তুমি বেঁচে থাকো, চাটুকার কায়দায়!
নয় তুমি পালিয়ে যাও সুবোধের ভঙ্গিমায়'।
শক্তিধরের কণ্ঠেতে আজ এমনই সকল কথা,
বুকের ভেতরে বাড়ে নিদারুণ সব ব্যথা।


চারিদিকে দুর্নীতি, বাস্তবতা সুকঠিন,
মধ্যবিত্ত পঙ্গু আজ দিনে দিনে বাড়িতেছে ঋণ।
রাজনীতি, সরকার জবাবদিহীর নেই ধারা,
জনগণ মৃতপ্রায় দিন দিন হচ্ছে সারা।
শত ছলনার কুতসিৎ মননে
জীবনযুদ্ধের ময়দানে তারা ধর্মকে এনে
প্রতিরোধী জনতার দৃষ্টিকে ভিন্নদিকে নেয় টেনে।
ফেসবুকে, ইউটিউবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে
সিনেমার নায়ক-নায়িকার রসালো কথন,
প্রেমিকের গৃহে যতোসব প্রেমিকার আমরণ অনশন!
ইত্যকার চটুল খবরে দিন কেটে যায়।
অথচ, কতো যে দীনহীন অসহায় মানুষেরা
ভুখা পেটে ক্ষুদ-পিপাসায় বেদনায় কাতরায়!


মহামানবের দিনগুলো চলে গেছে বহু দূর,
চাঁদাবাজ লুণ্ঠক সন্ত্রাসী অর্থপাচারিরা
বগল বাজিয়ে আজ গান গেয়ে যায়।
লুটপাটে-রাজনীতি বহুদিন যদি রয়,
উন্নয়নের সকল কথা, কল্পকথা হবে নিশ্চয়।
ভীতিকর সময়ের সক্ষম-পারগ সন্তান আমরা যে!
দেয়ালে পিঠ ঠেকে গেলে
সময়ের টানে ঠিকই ছুটে আসবো কামড়াতে।


১৪/০৬/২০২২
মিরপুর, ঢাকা।