হাতি ঘোড়া রসাতলে
মশায় মাপে কত জল,
উল্টা পথে উড়তে গেলে
হয়ে যাবে সব বিফল।


যে মানে না নিয়ম-নীতি
ঘাড় ত্যাঁড়ায়ে চলে রে,
অকাল ঝরে যায় সে উড়ে
জ্ঞানী-গুণী বলে রে।


রঙ্গ ছাড়া ব্যঙ্গ কথায়
তীক্ষ্ণ হলে তীর-ফলা,
জলের ভেতর ডুবে যাবেই
থাকবে না যে তার তলা।


সুবোধ ছেলের মতো এবার
হও সাধারণ সাবলীল,
আগুন খেলায় মেতে উঠে
না দিও মৌচাকে ঢিল।


চাঁপার বনে ফুল ফুটেছে
সুবাস ছড়ায় চারদিকে,
ষোল আনায় হিসাব মিলাও
আর চেও না পাঁচ সিকে।


গোঁ ধরো না গোঁয়ারতুমির
সকলে চায় শান্তিটা,
উনিশ-বিশে এক হয়ে যাও
ভুলে গিয়ে ভ্রান্তিটা।


সংলাপে আর সঙ করো না
নয় ছয় সব আজকে বাদ,
রাতের শেষে আমরা যেন
শুনতে পারি সুসংবাদ।


০১/১১/২০১৮
মিরপুর, ঢাকা।


কিন্ত মনে দুঃখ এখন
পেলাম না যে সুসংবাদ,
কাকে দেবো নিন্দাবাণী
কারে দেবো ধন্যবাদ?


০২/১১/২০১৮
মিরপুর, ঢাকা।