সাপের শঙ্খ লাগার মতো
জড়িয়ে থাকবোই অবিরত
দিবস রজনী বরষ ধরে
তুমি আর আমি পরস্পরে।

অতঃপর, খেলা সাঙ্গ হলে
যে যার গর্তে যাবোই চলে
থাকবে শুধুই স্মৃতির রেখা
জলের উপর জলের লেখা।

মানব জীবন খেলার শেষে
থাকবো সে এক অচিন দেশে!

১০/০৭/২০১৯
মিরপুর, ঢাকা।