সত্য কথার শব্দ দিয়ে কাব্য করা যায় না রে,
সত্য কথার ছন্দ ছাড়া কাব্য যে আর হয় না রে।
          সত‌্য হলো- মধু ও বিষ,
          এক সাথে রয় অহর্নিশ;
সত‌্য হলো সৌদামিনী মেঘের আড়ে রয় না রে।


মিথ্যা কথাই মধুর মতো সুস্বাদু আর মিষ্টি রে,
মিথ্যা আনে তীব্রদাহে শীতল জলের বৃষ্টিরে।
          কিন্তু যে সে মূল্যবিহীন,
          মিথ্যাবাদী হয় অর্বাচীন
পঁচাডোবার জলে রাখে এই সমাজের কৃষ্টিরে।


১৮/০৭/২০১৯
মিরপুর, ঢাকা।