অল্পেতে যারা খুশি হয় বেশি,
তারা যদি হয় দেশে পরদেশী!
ক্ষমতার জোরে কেউ যদি কাড়ে
অধিকার তার এই সংসারে।
বিদ্রোহী হয় সন্তুষ্টুরা
বোঝে না যে তা ক্ষমতালোভীরা।
ধর্মের নামে কাটে যদি খাল,
কুম্ভির এসে বাড়ায় আকাল।
তখন চকিতে পৃথিবীর বুকে
রক্তের লেখা উছলে ঝলকে।
অর্বাচীনের রাষ্ট্রীয় নীতি-
ক্ষমতার জোর আর ভয়-ভীতি।
একদিন তারা নিঃশেষ হয়,
গণজোয়ারের তোড়ে নিশ্চয়।
জেনে নিও তুমি অসুর শক্তি!
জোর করে পাওয়া যায় না ভক্তি।
আপন স্বভাবে বাঁচে ভালোবাসা,
ক্ষমতালোভীরা করে না তা আশা।


২০/১২/২০১৯
মিরপুর, ঢাকা।