স্রোতের তারুণ্য যদি কমে আসে নদীর হিয়ায়
স্মৃতির শ্যাওলা জমে সে নদীর তটভূমি ঘিরে;
অবিরত জঞ্জালের আল্পনায় স্তব্ধ হয়ে যায়
বিদ্রোহী ঢেউয়ের ফণা; তখনই নদীর বুক চিরে
আশাহত দীর্ঘশ্বাস নেমে আসে মাটির ধরায়।
মানুষের রূপ ধরে স্বর্গসুধা মাখিয়ে শরীরে
বিশ্বাসের পথে কতো কষ্টে হেঁটে গেছো অজানায়
বঙ্গবন্ধু মুজিবুর! এ বাংলার মধুমতি-তীরে।


মোহময় কণ্ঠস্বরে অনায়াসে ভুলায়ে আমায়
নিয়েছো তোমারই বুকে, প্রজন্মের মানুষের ভীড়ে
যাদুর প্রদীপ জ্বেলে আজও খুঁজে বেড়াই তোমায়
আশাময় বাংলাদেশে, অবিরাম হৃদয়ের নীরে।
স্রোতের তারুণ্য তুমি চলমান পৃথিবীর বুকে,
প্রজ্বলিত সূর্য নিয়ে ছুটে যাও অনন্ত সম্মুখে।


২৭/১১/২০১৯
মিরপুর, ঢাকা।