তোমার শরীরে জামদানি রূপ দেখি,
জল টলমল স্নিগ্ধ রসের ধারা;
মূখর শব্দে নেচে ওঠে 'হাকালুকি'।
সমাজের লোকে কয়, আত্মম্ভরা!


অন্তর যদি বহতা নদী না হয়,
বহিরাঙ্গের জৌলস সব মিছে।
সকল গরিমা একদিন হবে ক্ষয়,
জগতের সব সাধুজন বলে গেছে।


মানুষের প্রতি মানুষের ভালোবাসা
ঈশ্বর-দান; হয় যদি সহজাত;
ত্বরিতে তড়াবে সকল সর্বনাশা,
জীবনে রবে না কোন অভিসম্পাৎ।


ভালোবাসা দাও মুঠো মুঠো প্রাণ ভরে,
ভালোবাসা নাও যেটুকু যেথায় পাও।
বেঁচে রবে তুমি মানুষের অন্তরে
অনন্তকাল; এ সত্য জেনে নাও।


১৩/১০/২০২২
মিরপুর, ঢাকা।