দুঃখ দিয়ে কাউকে তুমি
সুখ কখনো পাবে না,
অন্যজনের কষ্ট দেখে
নিজের কষ্ট যাবে না।


দুঃখ ও সুখ সহোদরা
পাশাপাশি হাঁটে ওরা
দুখ না থাকলে সুখের মূল্য
অনুভবে পাবে না।


জলের মূল্য যায় যে বুঝা
তৃষ্ণাকাতর মন যখন হয়,
সুখের মূল্য বুঝবে তখন
দুঃখ যখন জীবনে রয়।


নদীর দুঃখ জলহীনতা
বনের দুঃখ ঝরাপাতা
কৃষক মনে দুঃখ আনে
যখন ফসল ফলে না।


০৮/১২/২০২১
মিরপুর, ঢাকা।
(গীতিকবিতা)