বহুদিনের পরে এলে
        চাইলে করুণ চোখে,
নিভন্ত সে অগ্নিধারা
        শেল বিঁধে দেয় বুকে।


হাতের উপর হাতটি রেখে
চোখে চোখে যাও যে চেখে
চেয়ে থাকি অনিমেখে
        হয়নি কিছু বলা,
জীবন যেন সর্বনাশা
বোঝে না সে কোন ভাষা
মিলিয়ে দিয়ে সকল আশা
        হয়নি পথে চলা।


সুখ মিলনের অন্তরাগে
রাখি তোমায় কুসুমবাগে
প্রাণ দোলানো অনুরাগে
        পরম যতন করে,
প্রতিদিনের খেলা শেষে
প্রতিরাতের অন্তে এসে
জড়িয়ে ধরো ভালোবেসে
        সোহাগী অন্তরে।


এই মিনতি রাখি প্রিয়
        আর যেও না দূরে,
গানের পাখি কাঁদবে না আর
        বেদন-বেহাগ সুরে।


৩১/০৮/২০১৯
মিরপুর, ঢাকা।