সকালে উঠিয়া আমি মনে মনে বলি-
স্ত্রীর কথা মতো যেন সারা দিন চলি।
আদেশ করেন যাহা মোর লক্ষ্মী দেবী,
আমি যেন মাথা পেতে সদা তাকে সেবি।
বাপ-মা ও ভাই-বোন করি' অবহেলা,
শ্যালক-শ্যালিকা নিয়ে থাকি সারাবেলা।
ঝগড়া না করি যেন কভু স্ত্রীর সনে,
প্রত্যহ এই কথাই বলি মনে মনে।


বাধা নাহি দেই কভু স্ত্রীর কোন কাজে,
সিরিয়াল, নাটকে সে থাক্ যতোই মজে।
নিজ হাতে পাক করে ফ্রিজ ভরে রাখি,
বউয়ের সকল কাজে নাহি দেই ফাঁকি।
ভুলেও কখনো তার বিরুদ্ধে না যাই,
সকালে উঠিয়া ভাবি মনে মনে তাই।


২৮/০৮/২০১৯
মিরপুর, ঢাকা।


(একটি রসাত্মক প্যারোডি। মূল কবিতা- 'আমার পণ'- মদনমোহন তর্কালঙ্কার)