স্বার্থবাদী মানুষ যারা   অন্ধকারের জীব যে তারা
            তাদের কোন বন্ধু থাকে না।
নিজের স্বার্থ করতে আদায়   যখন তখন ঝগড়া বাঁধায়
            কারোর সাথে ভাবও রাখে না।


হিংসা-বিদ্বেষ তাদের বুকে   লোভের আগুন চোখে-মুখে
            হাস্যমুখে কথা বলে না।
স্বার্থখানি বিঘ্ন হলে   জ্বলে ওঠে তেলে-জলে
            স্বার্থবিহীন এক পা চলে না।


এমন মানুষ যত আছে   যেও নাকো তাদের কাছে
            করো নাকো তাদের সাথে তর্ক।
পথে ঘাটে দেখতে পেলে   পাশ কাটিয়ে যাবে চলে
            রাখবে না তার সাথে সু-সম্পর্ক।


২৭/০১/২০২৩
মিরপুর ঢাকা।