স্বপনচারিনী তুমি  
সবুজে সতেজে,
মরা ডালে ফুল ফোটাও
জীবনের তেজে।


পরাজয়ের মাঝে আনো
বিজয়ের স্বাদ
এলেবেলে জীবনেতে
ঘুচায়ে বিষাদ।


পথ পানে চেয়ে থাকি
পুরনো সে পথে,
সম্মুখে ছুটি এসো
নব হিম্মতে।


তুমি যদি তারা হও
আকাশের গায়,
রাতের আঁধার হয়ে
ফোটাবো তোমায়।


সাগরের জল হলে
আমি ঢেউ হবো,
সারাদিন সারারাত
এক সাথে রবো।


তুমি যদি নাও হও
আমি হবো পাল,
গলাগলি কথা কবো
অনন্ত কাল।  
    


১২/০৯/২০১৮
মিরপুর, ঢাকা।