স্বপ্নখেলায় আর কতদিন রবে?
শেষ হলে যে সবাই যেতে হবে।
খেলার ছলে করলে কত কি যে!
অনুভবে বুঝলে না তা নিজে;
সাঙ্গ হবে রাত্রি শেষে 'ডিজে',
রইবে না কেউ আনন্দ-উৎসবে;
ক্ষুদ্র জীবন বড়াই কেন তবে?
দিনের শেষে আসবে আরেক দিন,
ভেবেছো কি, হে মন অর্বাচীন!
শোধ করে যাও এই জীবনের ঋণ,
অমোঘ সুরের ডাক আসবে কবে?
জানো না তো; কি হবে বৈভবে?
জগৎ জীবন গোলকধাঁধায় ভরা,
মহা-মায়ার মদ্য ও অপ্সরা
মোহনীয় করছে বসুন্ধরা;
সময় শেষে কেউ রবে না ভবে;
ডাক দিলে সে সবাই যেতে হবে।


১৮/০২/২০২২
মিরপুর, ঢাকা।