স্বর্গপতনের সুখ আদমের দেহে মনে ঝরে
যেন চাঁদের নয়নে অপার জোছনা
নিষিদ্ধ আবির রাখা রূপোর থালায় থরে থরে
জন্মান্তরের পিরিতি সুখের শোচনা।


মনের ক্যানভাসে আঁকা অমলিন স্মৃতি-তৈলচিত্র
ভেসে উঠে, স্থায়ী হবে যতক্ষণ প্রাণ
রাত্রির কুয়াশা ভেদি' জেগে উঠা সূর্যের পবিত্র
আলোকের রশ্মি আনে জীবনের গান।


এইখানে সুখ ঝরে মরমের অনন্ত প্রশান্তি
চোখে-মুখে-ঠোঁটে-হাতে, আঙুলে আঙুলে
সুখের ঝরনা বহে, হৃদয়ের অপরূপ কান্তি
অজস্র ধারায় জ্বলে চেতনার ফুলে।


জ্যোতিতে জ্বলে প্রিয়তি অফুরন্ত বাসনার জলে
ডুবে যায় যোগী মন অনন্ত আশ্বাসে
আঁখির আড়ালে রহো, তবু যেন আঁখির অতলে
তোমার মূরতি ভাসে অসীম বিশ্বাসে।


১৬/০৩/২০১৯
মিরপুর, ঢাকা।