তুমি যদি রাত হও, আমি হবো চাঁদ;
আকাশে ছড়িয়ে দেবো জোছনা অবাধ।
তুমি যদি নদী হও, আমি হবো জল;
কলকল বয়ে যাবো স্রোতে অবিরল।
তুমি যদি মাঠ হও, আমি বায়ু হবো;
নূপুরের সুর তুলে নেচে নেচে যাবো।
তুমি যদি ফুল হও, আমি হবো মাছি;
উড়ে উড়ে সারাদিন র'বো কাছাকাছি।


আমাদের দুটি মন অবাধ বিশ্বাসে,
মরমীয়া গান গেয়ে রবে পাশেপাশে।
জগতের যতো দুঃখ ঘুরেফিরে আসে,
তুড়ি মেরে ঝেরে দেবো অগাধ বিশ্বাসে।
স্বপ্ন ও বিশ্বাস যদি একসাথে রহে,
জলবতী নদীধারা মরুবুকে বহে।


১৪/০৪/২০২১
মিরপুর, ঢাকা।