তার নাকি ভাই অনেক তাকত, রিসোর্টে যান কিস খেতে!
তাইতো তিনি গিয়েছিলেন পুরান মদের বিষ খেতে?
          গোপন বিষের যন্ত্রণাতে
          কাঁদছে এখন দিনেরাতে;
জীবন অভিসম্পাতেতে চমকে উঠেন শেষ রাতে।


নিষিদ্ধ ফল আদম খাইয়া আসলো নেমে ধরণী,
তিনিও যে খাইলো ধরা নিয়ে পরের ঘরণী।
          ছলাকলা করছে কত
          দুরন্ত ইবলিসের মত;
বিষাক্ত প্রেম পাওয়ার নেশায় খেলতো নিয়ে তরুণী!


লোকে বলে, চোরের দশদিন সাধুর একদিন, মিথ্যা নয়!
তাই, বুঝি আজ হাতেনাতে পড়লো ধরা সবাই কয়।
          ধর্মকথা মুখে মুখে
          বিলায় কতো লোকে লোকে;
হাতটি রেখে নিজের বুকে সত্য জানাও বিশ্বময়।


গরম কথার ধরণ দেখে কোতোয়ালে ধরলো হায়!
এখন তিনি লাল দালানের ঘুপটি ঘরের বাতাস খায়।
        পরের টাকায় গরম হয়ে
        কইছে কথা বুক ফুলিয়ে;
এখন যে তার শরম-ভরম, বাপ-দাদার নাম সবই যায়।


২০/০৪/২০২১
মিরপুর, ঢাকা।