তোমার টানে, তোমার গানে
        মাতাল হলো আমার মন;
রাত-আঁধারে বন-বাদারে
        খুঁজে বেড়াই সারাক্ষণ।
খুঁজছি তোমায় জংলা-জলায়
        আকাশ-পাতাল প্রতিদিন;
পাই না তোমায় এই দুনিয়ায়
        আমি কি গো অর্বাচীন?
লুণ্ঠিত হয় আমার সময়
        হঠাৎ নামে অন্ধকার;
তোমার ছবি কোমল রবি
        খুলে দেখি বন্ধ দ্বার।
আলোর জ্যোতি অরুন্ধতী
        জাগলে তুমি হৃদয়-মাঝ!
তোমায় দেখে, আসছি রেখে
        অসমাপ্ত সকল কাজ।
তোমায় ছাড়া বসুন্ধরা
        আনন্দহীন খেলার মাঠ;
তুমিই আমার প্রেম-সম্ভার,
        তুমিই আমার চারুপাঠ।
সখি, তোমায় আমার হিয়ায়
        রাখছি বেঁধে সর্বদা,
হাজার নামে তোমার ধামে
        পত্র পাঠাই, হে খোদা!


৩১/০৫/২০২২
মিরপুর, ঢাকা।