টিপ নিয়ে টেপাটেপি বেসুমার চলছে,
'টিপ কেনো পরেছিস'? বেরসিক বলছে।
এই ছোট টিপখানি ক্রমে বড়ো হইছে,
টিপখানি টুপ করে  নদী হয়ে বইছে।
তারপর, এই টিপ  উঠে যায় আকাশে,
বেরসিক দেখে তাই মুখ করে ফ্যাকাশে।
ক্ষমতার দাপটেতে  কতো কিছু করেছো,
জনতার ক্ষমতার গ্যাঁড়াকলে পড়েছো।


বাঙালির নারী তার সাথে শাড়ি
সাজার মতোন আছে শুধু টিপ!
কখনো চাঁদের উপমায় এসে
প্রিয়ার কপালে জালায় সে দীপ।
কোন্ দুরাচার করে হাহাকার?
ঘাড় ধরে তারে আনো সম্মুখে,
জনতার রায় ঐ শোনা যায়-
'চুনকালি মাখো তার সারা মুখে'।


আজকে ব্যাটা বুঝছে ঠ্যালা টিপের কী মাহাত্ম্য!
টিপের টিপে বুঝছে এখন, ভাবনা ছিলো ব্রাত্য।
হায়রে টিপের বাহার!
কপাল থেকে রাজনীতিতে করছে যে তোলপাড়।


০৬/০৪/২০২২
মিরপুর, ঢাকা।