খুবই বিনয়ী তুমি, সাধারণ মানুষের কাছে;
হাসি মেখে কথা বলো, মিষ্টি স্বরে, ইনিয়েবিনিয়ে!
সুন্দরতম উজ্জ্বল জ্যোতির্ময় চেহারা তোমার।
অধীনস্ত ঘর্মক্লান্ত শ্রমিকের প্রতি দয়ামায়াহীন;
ছেলেমেয়ে-স্ত্রীর সাথে বড্ডো রূঢ়; ঘরের ভেতরে
বদমেজাজী, কর্কশ, কর্তৃত্বপরায়ণ, উদ্যত।
চলমান সমাজেতে তুমি এক তলাহীন ঝুড়ি,  
যা-ই রাখো তাতে, পণ্ডশ্রম, কিছুই রবে না শেষে।


২৬/০৫/২০২২
মিরপুর, ঢাকা।