সালাত আদায় করো, শেষরাতে তাহাজ্জুদ পড়ো!
সকালে বিকালে নিত্য করো পাঠ পবিত্র কালাম।
আত্মীয়ের সাথে কোনরূপ তোমার সম্পর্ক নেই;
রক্তের বন্ধন ছিন্ন করেছো স্বার্থের অজুহাতে।
ক্ষুধায়-তৃষ্ণায় কষ্ট সহ্য করে রোজা রেখে যাও,
জিকির-আশকার করো নিরিবিলি, একান্তে। অথচ,
অন্যকে ঘৃণায় গালি দাও, উপহাস করো। তুমি
প্রার্থণায় অভিশাপ দাও, অমঙ্গল কামনায়।
চলমান সমাজেতে তুমি এক তলাহীন ঝুড়ি,  
যা-ই রাখো তাতে, পণ্ডশ্রম, কিছুই রবে না শেষে।


২৬/০৫/২০২২
মিরপুর, ঢাকা।