হিজাব পরেছো তুর্কি, ইরানি অথবা পাকিস্তানি;
সযতনে ঢেকেছো শরীরখানি, আপাদমস্তক।
মুসলিম প্রতিনিধি বসনে-ভূষণে, ভঙ্গিমায়,
চলনে-বলনে, প্রতি পদক্ষেপে লজ্জাতুরা যেনো।
কিন্তু, কড়া পারফিউম মেখেছো সারা অঙ্গ জুড়ে
তুমি, করেছো মেকাপ ঝা চকচকে; টিপ, লিপস্টিকে;
হয়ে গেছো পুতুল, অন্যকে দেখানোর অভিলাষে;
চরণে বেঁধেছো মল ঝুমঝুম বেজে যায় সদা।
চলমান সমাজেতে তুমি এক তলাহীন ঝুড়ি,  
যা-ই রাখো তাতে, পণ্ডশ্রম, কিছুই রবে না শেষে।


২৬/০৫/২০২২
মিরপুর, ঢাকা।