তোমাকে রেখেছে বেঁধে বিশ্বচরাচরে সখ্য-ডোরে;
সূর্য-নক্ষত্রের দেশে, ছায়াপথে। দুর্লভ আঁধার
দূর দিগন্তের থেকে নেমে এসে আষ্টেপৃষ্ঠ করে
মুহূর্ত কালের মধ্যে অকস্মাৎ বাঁধবে আবার।
মহাকাল যাত্রী হয়ে অপূর্ণ আত্মার যাত্রা হবে,
এক অখণ্ড বিস্ময়! অফুরন্ত সেই যাত্রাপথে
সূর্যালোক নেই; অনিঃশেষ অন্ধকার ঘিরে রবে;
তুমি শুধু একা একা ছুটে যাবে চক্রহীন রথে।


ফেরেশতার সিঙ্গার ফুৎকারে শুরু হবে ঘূর্ণিঝড়!
একাকার হয়ে যাবে পাহাড়-পর্বত, ছায়াপথ;
অতল গহ্বরে মিশে যাবে নক্ষত্রেরা। অতঃপর,
সুনির্দিষ্ট করা হবে দুই দলে- সৎ ও অসৎ।
মোহের বন্ধন যতো খুলে দাও সত্যের সন্ধানে,
মোক্ষপথ লক্ষ্য করে ছুটে চলো সম্মুখের পানে।


১০/১২/২০২২
মিরপুর ঢাকা।