ভেবেছি   তোমার প্রেমে মন ডোবাবো, হে প্রিয়তি!
তোমার   অরূপধারা ছন্নছাড়া
            বুঝি না তার মতিগতি।


খুঁজেছি   আকাশ-পাতাল
হয়েছি    মত্ত-মাতাল
কাঁপিছে   ধরার মাঝে পাহাড়-সাগর, বন ও নদী।
তুমি    আসি আসি আসি বলে
        আর এলে না; ওগো সতী।


কতো রস    রঙ্গকথায়
খুঁজে যাই    বসুন্ধরায়
চেয়ে রই    আকাশ পানে তুমি যেন অরুন্ধতী।
তোমার   মনের ভাষা চোখে ঠাসা
            দুরন্তা এক চপলমতি।


চকোর    চাঁদের কাছে
জোছনা-    সুধা যাচে
নিশিথে   চেয়ে থাকে নির্ঘুমতায় নিরবধি।
আমি     তেমন করে তোমার তরে
           নির্ঘুম রই সারারাতি।


১৩/১২/২০২২
মিরপুর ঢাকা।