প্রিয়তি, তোমারে পারি না ভুলতে; কেবলই পড়ছো মনে,
অরূপ হাসির স্নিগ্ধ পরাগ ছড়াও হৃদয়-কোণে।
কাজল চোখের আলোয় মেখেছি জীবনের প্রেমমালা,
তোমার সুরের পরশে রচেছি বৈষ্ণব গীতিমালা।
মানস গগনে অপরূপ শশী জেগো উঠো প্রতি রাতে,
প্রণয়ের ছবি প্রেম ডোরে বাঁধি' আশাফুল বুনি তাতে।
যতো ডাকি কাছে ততো দূরে যাও; দূর থেকে বহুদূর,
আমি এই পাড়ে, ওই পাড়ে তুমি, মধ্যে সমুদ্দুর।
বাধার সাগর উথালপাথাল, তবুও কামনা করি,
পথে দেখা এই বন্ধুরে তুমি যেও নাকো বিস্মরি।
এখনো তোমার প্রেমময় ছোঁয়া লেগে আছে হিয়াতলে,
অশ্রজলের নদী বয়ে যায় 'প্রিয়তি প্রিয়তি' বলে।
প্রিয়তি, স্বপন পাড়ের বালিকা তুমি, ওগো সুন্দর!
শীতে বর্ষায় বসন্তে তাই কামনা নিরন্তর।


২৩/০৭/২০১৯
মিরপুর, ঢাকা।