বাড়ছে বিপদ চতুর্দিকে, আপদে যে কাটছে দিন!
লুটেরা সব সাধারণের লুট করে ধন দিনকে দিন।
          রাজনৈতিক চাদর গায়ে
          চলছে তারা চপল পায়ে
নবাবী হাল চাল-চলনে লুট-তরাজে বলগাহীন;
বাড়ছে বিপদ চতুর্দিকে, আপদে যে কাটছে দিন।


ছলচাতুরির মিথ্যা বলায় তাদের মতো নেই জুড়ি,
ভাবনা তাদের করতে হবে পুকুর এবং মাছ চুরি।
          চোরে চোরে মাসতুতো ভাই
          জেনে গেছি আমরা সবাই
যুক্তি করে ওই চোরেরা করছে যে জাহাজ চুরি;
ছলচাতুরির মিথ্যা বলায় তাদের মতো নেই জুড়ি।


মানুষরূপী পশুর চেতন লোভ যে তাদের অন্তহীন,
অহঙ্কারে ভাবে তারা এই জনতা মূল্যহীন।
          রাহুর খিদা তাদের পেটে
          জানতে পারি খবর ঘেঁটে
ঘুসখোরেরা ধ্বংস করে সোনার বাংলা প্রতিদিন;
মানুষরূপী পশুর চেতন লোভ যে তাদের অন্তহীন।


পেটের মতো অর্থ বাড়ে দিঘে-পাশে-উপর-নিচ,
ভেলকিবাজী দেখায় শুধু, কর্মেতে যে পশু 'বীচ'!
          সাধুর পোষাক গায়ে পরে
          আস্ফালনে নৃত্য করে
পড়লে ধরা পায় না তারা এ জগতে সঠিক 'টিচ';
পেটের মতো অর্থ বাড়ে দিঘে-পাশে-উপর-নিচ।


ব্যাঙ্ক আমানত বাড়ছে তাদের ঘুসের টাকায় হিসাবহীন,
ভাবছে তারা বর্তমানে প্রদীপ-মালিক আলাদীন।
          উজির নাজির গোমস্তরা
          সকলে হয় ধামাধরা
শোনো সবে, তারা যে ভাই দেশের জন্য দরদহীন;
ব্যাঙ্ক আমানত বাড়ছে তাদের ঘুসের টাকায় হিসাবহীন।


২৮/০৬/২০১৯
মিরপুর, ঢাকা।