পাক-পাখালির মতো অবিরত পরিযায়ী তুমি
জন্মভূমিহারা চিরদুঃখী কবি, ব্যথিত হৃদয়,
বুকের ভেতরে নিত্য বেজে উঠে দুঃখের মুরালি;
যুগের সাহসী কন্যা কেঁদে যাচ্ছো চির দেশান্তরী।
তোমার দীপ্র লেখনী, ললিত ভাবনা,
যুগে যুগে নারী নয়; মানুষেরা করিবে কামনা।
চতুর বেনিয়াদের জঞ্জালের পাহাড় ভাঙার
দুরন্ত সাহস নিয়ে দু'মুখো সাপের মুখে ছুঁড়ে দিয়েছিলে
অগ্নিস্ফুলিঙ্গের ছটা উল্কা পতনের তীব্রতায়।
আজ তাই বুঝি তারা হয়েছে বিবেকহারা,
ঝাপিয়ে পরেছে অগ্নিশর্মা রূপ ধরে।


পৃথিবীর সমুদয় অপকর্ম চলে রাজনীতির নামে,
ধর্ম এবং রাজনীতি একীভূত হলে,
বোধের সমস্ত সত্যের সৌন্দর্য বেনোজলে ভেসে যায়।
ঘোলা বেনোজলে ভেসে যাচ্ছো নিরন্তর,
কথিত গণতন্ত্রের ভোটব্যাংকের তুমি যে বড় ফেক্টর।
বাংলা ভাষা, এই বাংলা, বাংলার দুঃখিত মানুষেরা
সমূহ শ্রদ্ধায় প্রেমে ও ভালোবাসায়
স্মরণ করে তোমায় তসলিমা নাসরিন।


১২/১১/২০১৮
মিরপুর, ঢাকা।