[ফরাসী ট্রায়োলেট (Triolet) পুনরুক্তিমূলক আট লাইনের কবিতা। ট্রায়োলেটের প্রথম দু'চরণ  খুবই গুরত্বপূর্ণ। কারণ, প্রথম দু'চরণই শেষ দু'চরণ হয়। প্রথম চরণ দু'বার এবং দ্বিতীয় চরণ তিনবার লিখিতরূপ পায়। অভিন্ন কথার চরণ হয় পাঁচটি। চরণের পুনরুক্তিতে কখনো কখনো ভাবের ভিন্ন ব্যঞ্জনা পাওয়া যায়]।
==================================


নিখাঁদ সোনা
-----------
অগ্নিতে পুড়ে কেউ কেউ ছাই হয়;
কেউ কেউ হয় নিখাঁদ নিখুঁত সোনা!
সত্য-সাধক সাধু মণিষীরা কয়-
অগ্নিতে পুড়ে কেউ কেউ ছাই হয়।
তুমি যদি হও সোনা; তবে, নিশ্চয়
বাঁচবে সবার মাঝে, হয়ে হাতে গোণা।
অগ্নিতে পুড়ে কেউ কেউ ছাই হয়,
কেউ কেউ হয় নিখাঁদ নিখুঁত সোনা।
×××××××××××××××××


সময়ের সন্তান
-------------
সময়ের সন্তান! জেগে ওঠো তুমি,
পূণ্যবানের আগুনের মন নিয়ে।
তোমারে ডাকছে স্বদেশ মাতৃভূমি;
সময়ের সন্তান, জেগে ওঠো তুমি।
ছুঁড়ে ফেলো আজ লোভের গোয়ার্তুমি,
সত্যান্বেষী! সামনে যাও এগিয়ে।
সময়ের সন্তান! জেগে ওঠো তুমি,
পূণ্যবানের আগুনের মন নিয়ে।
×××××××××××××××


চুম্বন
-----
প্রিয়তি আমারে চুম্বন দিয়েছিলো!
আগামীকালকে দেবে কি রে সে আবার?
চুম্বনে মৃতপ্রাণে ঝড় উঠেছিলো,
প্রিয়তি আমারে চুম্বন দিয়েছিলো।
দিবসের শেষে সে যখন এসেছিলো,
চারিদিকে নামে কালচে অন্ধকার!
প্রিয়তি আমারে চুম্বন দিয়েছিলো,
আগামীকালকে দেবে কি রে সে আবার?
××××××××××××××××××


০৯/০৩/২০২২
মিরপুর, ঢাকা।