তোমার নামে একটি চারা- বৃক্ষচারা রোপণ করি
এই পৃথিবীর মৃত্তিকাতে; শিমুল ফুলের, বকুল ফুলের,
অথবা এক বন্য ফুলের; ফুল অথবা সবুজ পাতার,
ভালোবাসার আকর দিয়ে; তোমার নামেই নাম রেখেছি
সেই শ্যামলের। প্রিয়ংবদা! সুন্দরী হে!! হে প্রিয়তি!!!
গাছের মতোন পত্র মেলে ছায়া দেবে, ভালোবাসার
ফুল ছড়াবে, গন্ধমাখা ফুলের কলি ধরে রাখি
আপন করে হৃদয়তলে সযতনে অনন্তকাল।
তোমার নামে একটি চারা রোপন করি বিশ্বমাঝে
ভালোবাসার বিশ্বাসেতে প্রদীপ জ্বেলে অমা-রাতে।
তোমার মাঝে সৃষ্টি আমার তোমার মাঝেই হোক বিলয়,
তোমার তেজে জ্বলে উঠি আকাশ-পাতাল বিশ্বময়!
তোমার মাঝে স্বর্গ খুঁজি, সুখের নদী জলধারা,
এমন সোহাগ দাও বিলিয়ে, যে প্রেম হয় তল হারা।


২৫/০৩/২০১৯
মিরপুর, ঢাকা।