পৃথিবীটা হয়ে যাক দ্রুত স্বাভাবিক,
অজানা চক্রে আজ আটকিয়ে আছি;
বৈষম্য দূরে যাক, হোক মানবিক,
মানুষেরা থাক আজ খুব কাছাকাছি।


কোভিড ঊনিশ অদ্ভুত ভাইরাস!
প্রতিরোধক্ষমতার বিপরীতে চলে;
রক্তে জমাট বেঁধে কেড়ে নেয় শ্বাস,
নিয়মের বৈকল্যে পৃথিবীটা টলে।


স্বাভাবিক জীবনের কথা আজ ভাবি,
বুঝে গেছি অধিকার স্বাস্থ্য-সেবার;
সকলে সমান পাবে এই হলো দাবী,
প্রতিটি মানুষই পৃথিবীর ভাগীদার।


আমাদের বোধোদয় হলো করোনায়,
হয় যদি একজন পীড়িত সমাজে
ভয় থাকে সকলের স্বাস্থ‌্য সেবায়
তাই, চাই নিরোগতা সকলের মাঝে।


১০/০৫/২০২০
মিরপুর, ঢাকা।