দিনটি কেমন ছিল বলতে পারি না,
এটুকু স্মরণে আছে- গরম পানীয়
ছিলো আমার চারপাশে, উষ্ণ ঝরনার
জল গড়িয়ে চলেছে অনন্তের পানে।      
খেলতে চেয়েছি সেখানে; খেলতে পারিনি।
তবে কি আমি খুব বেশি বড় হয়ে গেছি ?


কাল্পনিক পাখিদের সাথে নিঝুম দুপুরে
হয়েছিলো বহুবিধ বিষয়ে কথপোকথন;
তাদের ডানার নিচে সুরক্ষিত ওম!
সেখানে ক'টা পাখি ছিলো, গুণেও দেখেনি।
এখনো স্মরণে আছে, উড়তে পারতো না  
সে সব পাখিরা নিতান্ত সাবলীলভাবে।


ইদানিং অনেক ক্লান্তি অনুভব করি।
উল্কা পতনের ঝর্ণার সৌন্দর্য দেখি
রাতের আকাশে একা, তারা ঝরে যায়।
আমিতো মাতাল নই, তবে কেনো আজো
সন্ধান করতে পারি না, কিভাবে তারাগুলো
নিস্তব্ধ নিশিতে, হেঁটে যায় রাতের গহীনে?


একখানা কবিতা লিখতে চেয়েছিলাম
সকলের প্রতি; কিন্তু, আজও পারিনি;
এখনো পাইনি খুঁজে আমার আমিকে।
তাহলে, কিভাবে লিখি সুন্দর কবিতা?      
আমি কি ফুরিয়ে গেছি এই মুগ্ধকর
মানবিক জীবনের চাওয়া পাওয়া থেকে?      


২৫/১২/২০১৯
মিরপুর, ঢাকা।