সবুজ ধানের ক্ষেতে কোমল বাতাস বহে,
বিস্তৃত অঙ্গনে; ভাদুরে বর্ষা থই থই।
আকাশে আশার জোছনার লুটোপুটি,
নিকানো উঠোন জুড়ে ঝরা শেফালির
মাদকতাময় সুবাস মাখানো বাতাস।
লেবুতলে জোনাকির দল দূর আকাশের
তারাদের  সাথে পাল্লা দিয়ে সারারাত
জ্বলে আর নিভে, নিভে আর জ্বলে...
স্বপ্ন বোনার খেলায় মেতে উঠে তারা।

স্মৃতির কপাট খুলে তুমি এসো চলে,
আকাশে উড়াই মন, উড়ে যায় নিরন্তর।
আকাশকে কখনো কি ধরা যায়?
যতো সামনে এগিয়ে যাই, ততো দূরে সরে যায়
আরো দূরে,  আরো  দূরে...
আকাশকে ধরতে অদৃশ্য সেতারের তারে
ধ্রুপদী সুরের সঙ্গীত বাজাই নীরবে নীরবে
অনন্ত  করুণ সুরের লহরী তুলে।
প্রচণ্ড ঝড়ের তাণ্ডবে ধরণী জুড়ে নামে
অজস্র বৃষ্টির ধারা; জলের পরশে
সুখের স্মৃতির কপাট সহসা বন্ধ হয়ে যায়।


১৮/০৮/২০১৮
মিরপুর, ঢাকা।