খবর পেলাম পত্রিকাতে গাংনী থানায় ইলেকশন,
লড়াই হবে হাড্ডাহাড্ডি; তাই, হবে না সিলেকশন।
প্রার্থী ছিলেন মোকলেস ভাই; কয় সকলে, 'ভালো লোক',
ইলেকশনে মুরুব্বিরা চাইতেছে তাঁর বিজয় হোক।


আমজনতা বিজয় কি তা! বুজতে তারা চাচ্ছে না,
পান-বিড়ি-চা, নগদ টাকা মোকলেস ভাই দিচ্ছে না।
তাইতো, অসৎ ভোটারেরা ভোট বেচে দেয় টাকাতে,
কিন্তু, তারাই ভোটে নামায়, ভোট দিবে এই কথাতে।


হাজার টাকার নোটটা নিয়ে ভোট দিয়ে যায় গোপনে,
ভোটের শেষে কমিশনার ভোটারকে তাই না-চিনে।
মোকলেস ভাই বুজলো এটা, টাকা ছাড়া ভোটও নাই,
নির্বচনের দৌঁড়ানিতে নীতিহীনের নোটও চাই।


হেরে গিয়ে ইলেকশনে দুই হাতে দুই কান ধরে,
খালের জলে ডুব দিয়ে সে তওবা কাটে, স্নান করে।
'এই জীবনের কোনদিনও যাইবো নাতো ভোটে আর,
ভোটের নামে গাঁটের টাকা হয়েছে তার ছারেখার'।


পরিশেষে, মোকলেস ভাই বুইজ্জা গেছেন রাজনীতি,
তারাই শুধু পান ক্ষমতা, যাদের আছে ভাজনীতি।


১৯/০১/২০২১
মিরপুর, ঢাকা।


ভাজ = বড় ভাইয়ের স্ত্রী, ভাউজ, ভাবী, বৌদি।