নিজের নাসিকা কেটে দিয়ে চাই পরের যাত্রা ভঙ্গ,
আজব দেশেতে বসবাস করি, এ কোন যাদুর রঙ্গ!
অতি উৎসাহী ছাত্রেরা আজ মেতেছে হত্যা নেশায়,
বলো, পৃথিবীতে এমন নষ্ট দুষিত সমাজ! কে চায়?
যে জাতি কখনো ভালোবাসে নাকো তার প্রতিবেশী সজ্জন,
ধ্বংস হবেই সে জাতির যেনো, ঐতিহাসিক বর্ণন।
বাতাসে যদিবা বিষ মিশে যায়, থাকে না কেহই সুস্থ,
অকাল প্রয়াণে সকলে হারাবে- ধনবান থেকে দুস্থ।
নিজেকে যে জন নাহি ভালোবাসে মমতায় সে জঘন্য,
সৃষ্টির সেরা ধরণীর মাঝে মানুষ  নহে যে বন্য।
ভালোবাসা আনে নতুন জীবন, নিয়ত বাড়ায় নন্দ,
মানুষেরে তুমি ভালোবাসো, করো হিংসা-বিদ্বেষ বন্ধ।


১৪/১০/২০১৯
মিরপুর, ঢাকা।