তোমার নয়ন যেন শান্ত জলাধার,
কালো চুলের সুঘ্রাণ বসন্ত-বাতাস;
ওষ্ঠদ্বয় পরিপুষ্ট গোলাপের ঝাড়,
সযতনে রাখি তাতে প্রেমের বিশ্বাস।
টলায়মান পৃথিবী কেঁপে উঠে যদি
কোন এক প্রলয়ের গভীর আঘাতে!
উড়ে যায় তুলোসম পাহাড় ও নদী;
নিরুদ্বেগে যেচে যাবো সমূহ সংঘাতে।
ভালোবাসা পৃথিবীর আদিম প্রকাশ,
নিঃশ্বাসে-প্রশ্বাসে চলে তার গুঞ্জরন,
চৈত্রের দুপুরে বহে শীতল বাতাস;
স্বর্গ-ছোঁয়া অনুভূতি স্নিগ্ধ শিহরণ।
তবুও, বিরহ আসে নামে অন্ধকার,
বিষন্ন হৃদয় কাঁদে; তাই, নির্বিকার।


০৫/১১/২০২২
মিরপুর ঢাকা।