সৃজনশীলতা মরে গেছে তোর, বিবেকে জমেছে ধুলি,
অন্তর জুড়ে মোহের বাহানা। কেশের বাঁধন খুলি'
আয় রে সাধিকা! প্রেমময় মনে আবার জড়িয়ে ধর;
স্বার্থ-অনলে পুড়ে ভালোবাসা, কালো হয় অন্তর।


জীবনের শত চাওয়া-পাওয়া আজ দিলাম জলাঞ্জলি;
ঘুণে খাওয়া প্রেম রাতুল চরণে যতনে দিলাম ঢালি'।
জানি, আমি জানি, সত্যকে তুই মিথ্যা দিয়েই মাপোস;
তবুও যে আমি হতে চাই তোর রাঙা চরণের পাপোস!


যতোই বলিস- ভণ্ড-তাপস, সুবিধাবাদী কুজন!
পরিপাটি বেশে একা নির্জনে খুলে দেখ তোর মন।
সেখানে শুধুই হিংসা-বিদ্বেষ, জিঘাংসা-হুতাশন!
জানিস, তবুও ভালোবাসি তোরে, ঠিক আগের মতোন।


২৭/০৭/২০১৯
মিরপুর, ঢাকা।