ঠাণ্ডাজ্বরে কাশিতে খান গরম জলে আদা,
নিশ্চিত ফল পাবেন; আদা, সর্দি-কাশির দাদা;
তুলসী পাতা, মেথি এবং কালোজিরা মধু,
বিশ্বজোড়া খ্যাতি ওদের অনেক রোগের যাদু।
মৃত্যু ছাড়া সর্বরোগে মধু কালোজিরা,
প্রমাণিত সত্যি কথা বলেন মনীষীরা।
এলাচি আর দারুচিনি লবঙ্গ তেজপাতা,
কাচা রসুন খাবেন যদি থাকে বুকে ব্যথা।
প্রতিদিনের সকাল বেলায় গরম জলে লেবু,
বাড়বে রুচি, দিনে দিনে ভুঁড়ি হবে কাবু।
নিমুক চিনি তেল খাবেন কম, ওরা বিষের তুল,
এগুলোকে তাড়িয়ে দিলেই কম যে হবে ভুল।      
কবীর বলে, নিয়ম মেনে করলে খাওয়া-পান,
সুস্থ রবেন এবং পাবেন রোগের পরিত্রাণ।


১৮/০৪/২০২০
মিরপুর, ঢাকা।