বুঝি না যে বুঝি না, হাছামিছা খুঁজি না,,
(তারা) ভার্চুয়ালে আইস্যা খুঁজে রঙিলা আনন্দ॥


ছায়ার সাথে কথা বলে, ছায়ার সাথে যুদ্ধ,
(আবার) ছায়াকে ঘৃণা করেই হয় তারা ক্রদ্ধ।
        কথা বলে, ইনবক্সে
        তাল-বাহানা রঙ্গরসে
জটিল ও কূটিলতায় বাড়ে তাতে দ্বন্দ্ব॥


এখানে, যারা আছে, তারা বড়ো ধনীলোক,
গাড়ি বাড়ি নারী আছে, জীবনে নাই যে শোক।
        শেরাটনে নাস্তা করে
        রেডিসনে লাঞ্চ সারে
ডিনার খায় সোনারগাঁয়ে সাথে হুইস্কি-মল্ট॥


নারীরা সুন্দরী সব আটা-ময়দা মাখিয়া,
জল দিয়া ধোয় যদিবা বয়স যায় বাড়িয়া।
        তারা সব রাজনন্দিনী
        আদুরিনী সোহাগিনী
(তারা) গীতে নাচে কলাবতী, বুকে আতর-গন্ধ॥


২৫/১০/২০২০
মিরপুর, ঢাকা।


(একটি রম্য গীতিকবিতা)