ভোটের আস্থা হারিয়ে ফেলছে ভোটার,
যায় না যে তাই ভোট দিতে কেউ কেন্দ্রে;
নির্বাচনের আনন্দ নেই কোথাও,
হিংসা-বিদ্বেষ জমছে রন্ধ্রে রন্ধ্রে।
ভোটার নামের তুরুপের তাসগুলান
জীবন মায়ায় হয় না ঘরের বাহির,
দশ শতাংশ ভোট যদি দেয় ভোটার,
'সঠিক হইছে' মিডিয়ায় হয় জাহির।


ভোটের যুদ্ধ চললে এমন ধারায়,
ভোটার হবেন আস্তাকুড়ের ময়লা!
শক্তি যাদের মুল্লুক হবে তাদের,
দুগ্ধ থুইয়া বেচবে মাদক গয়লা।
হায়রে ভোটার, স্বর্ণ-রূপার তুল্য,
দিনকে দিনকে কমছে তোমার মূল্য।


১৩/১১/২০২০
মিরপুর, ঢাকা।