জগতে মহৎ যারা, পূত চরিত্রের;
অকৃতজ্ঞ নন তাঁরা। হৃদয় তাঁদের
প্রফুল্ল, উজ্জ্বল, চিন্তাশীল। মানুষের
প্রতি আচরণ করে নাকো উন্মাদের।
ধূলো ধুসরিত দেহ, কালিমা আচ্ছন্ন
পরিচ্ছদ দেখে, ভ্রুকুঞ্চিত করে দৃষ্টি
দিও না তুমি। করো না অচ্ছুত, নগণ্য
বলে অবহেলা; সে-ও ঈশ্বরের সৃষ্টি।


চেতনের ঘরে তুমি হও মশগুল,
ভাবো; বীর্য হতে সৃষ্টি তোমার ও তার।
আশ্চর্য, জটিল জন্ম-রহস্যের মূল
বিস্তৃত হয়েছে মহাবিশ্বে বারবার।
আকাশে জলাবনত মেঘের বিলাস,
রুক্ষ জমিনে ফলায় ফল-ফুল-ঘাস।


১৪/০৪/২০২২
মিরপুর, ঢাকা।


বিঃদ্রঃ এ সনেটটি পবিত্র কোরআন-এর ''সুরা আ'বাসা''-এর ভাবদর্শনে লেখা।